২১ ফেব্রুয়ারী সেরা ৫ কবিতা
১। কবিতা ২১ ফেব্রুয়ারী
শহীদদের রক্তে রাঙা,
আমাদের এই ভাষা,
এ ভাষার জন্য আজ,
প্রাণ দিলো কত যুবা।
বুকের রক্তে লিখেছিল,
ভাষার মর্যাদা,
সেই রক্তের লেখা আজ,
অমলিন হবে না কখনো।
একুশে ফেব্রুয়ারি,
আমাদের গর্বের দিন,
এই দিনে আমরা,
শহীদদের বলিদান স্মরণ করি।
তাদের আত্মত্যাগ,
কখনো ভোলা যাবে না,
তাদের স্মৃতি,
চিরকাল আমাদের হৃদয়ে থাকবে।
ভাষা আমাদের অধিকার,
এ অধিকার রক্ষা করতে,
আমরা সবাই ঐক্যবদ্ধ হই।
২১ শে ফেব্রুয়ারি,
শুধু একটি দিন নয়,
এটি আমাদের সংস্কৃতি,
এবং ঐতিহ্যের দিন।
এই দিনে আমরা,
শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাই,
এবং তাদের আদর্শ ধারণ করে,
আমাদের জীবনকে গড়ে তুলি।
বাংলা ভাষা আমাদের গর্ব,
এই ভাষাকে আমরা,
চিরকাল সমৃদ্ধ করবো।
২১ শে ফেব্রুয়ারি,
একটি অমর দিন,
এই দিন আমাদের,
স্মরণে থাকবে চিরকাল।
২। শহীদদের স্মরণে
একুশে ফেব্রুয়ারি,
আমাদের গর্ব, আমাদের অহংকার।
এই দিনে বলিদান হয়েছিল
অসংখ্য জীবন, অমূল্য প্রাণ।
ভাষার জন্য,
মাতৃভাষার জন্য,
তারা দিয়েছিল তাদের রক্ত,
তাদের প্রাণ।
আমরা কখনো ভুলব না
তাদের ত্যাগ, তাদের সাহস।
তাদের স্মরণে আমরা
শির উঁচু করে দাঁড়াব।
বাংলা ভাষা আমাদের গর্ব,
বাংলা ভাষা আমাদের অহংকার।
এই ভাষা টিকিয়ে রাখার জন্য
আমরা সবাই ঐক্যবদ্ধ হব।
২১ শে ফেব্রুয়ারি,
একুশে ফেব্রুয়ারি,
শহীদদের স্মরণে
আমরা শ্রদ্ধাঞ্জলি জানাই।
৩। ভাষা শহীদদের স্মরণে
একুশে ফেব্রুয়ারি,
শোকের দিন, বেদনার দিন,
ভাষা শহীদদের স্মরণে
আমাদের অশ্রুজল ঝরিবে।
তোমরা জীবন দিয়েছ,
আমাদের ভাষা বাঁচাতে,
আমাদের মাথা নত,
তোমাদের প্রতি শ্রদ্ধা জানাইতে।
তোমাদের রক্তের বিনিময়ে,
আমরা পেয়েছি আমাদের ভাষা,
এই ভাষায় আমরা গাইব,
আমাদের গান, আমাদের আশা।
তোমাদের আত্মত্যাগ,
কখনো ভোলা যাবে না,
আমাদের হৃদয়ে তোমরা,
চিরকাল অমর থাকবে।
একুশে ফেব্রুয়ারি,
শুধু শোকের দিন নয়,
এটি প্রতিজ্ঞার দিন,
আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি,
রাখব আমরা ঠাঁই।
২১ শে ফেব্রুয়ারি,
একটি ঐতিহাসিক দিন,
এই দিনে আমরা শিখি,
ভাষার জন্য প্রাণ দিতে হয়।
ভাষা শহীদদের প্রতি,
আমাদের বিনম্র শ্রদ্ধাঞ্জলি।
৪।
একুশে ফেব্রুয়ারি আসবে বছর ঘুরে
ছালাম বরকত রফিক জব্বার
আসবে না তো ফিরে তারা-
আসবে না তো ফিরে।বাংলা মায়ের জন্য তারা
জীবন দিয়েছে
র*ক্ত দিয়ে রাজপথ
রাঙা করেছে
সৃতির মাঝে আছে তারা
থাকবে হৃদয় জুরে।তাদের জন্য পেয়েছি আজ
মোদের বাংলা ভাষা
স্বাধীন ভাবে পথ চলে যাই
মিটাই মনের আশা
র*ক্তভেজা তাদের সৃতি
আজও মনে পরে।বাংলা ভাষায় বাংলা মায়ে
ডকছে তোরা আয়
র*ক্ত তোদের যায়নি বৃথা
দেখবি বলে আয়
সবাই আসে ওদের আসায়
৫।
একুশে ফেব্রুয়ারি আসবে বছর ঘুরে
ছালাম বরকত রফিক জব্বারআসবে না তো ফিরে তারা-
আসবে না তো ফিরে।বাংলা মায়ের জন্য তারা
জীবন দিয়েছে
র*ক্ত দিয়ে রাজপথ
রাঙা করেছে
সৃতির মাঝে আছে তারা
থাকবে হৃদয় জুরে।তাদের জন্য পেয়েছি আজ
মোদের বাংলা ভাষা
স্বাধীন ভাবে পথ চলে যাই
মিটাই মনের আশা
র*ক্তভেজা তাদের সৃতি
আজও মনে পরে।বাংলা ভাষায় বাংলা মায়ে
ডকছে তোরা আয়
র*ক্ত তোদের যায়নি বৃথা
দেখবি বলে আয়
সবাই আসে ওদের আসায়
ওরা আসে না তো ফিরে।
1 মন্তব্যসমূহ