বেসরকারি একজন শিক্ষক বেতন কত?


নিবন্ধন(NTRCA) কর্তৃক নিয়োগ পেলে কত টাকা বেতন এবং সুযোগ-সুবিধা পাবেন:

Ⓜ️১. লেকচারার:কলেজ (নবম গ্রেড)

• মূল বেতন: ২২,০০০/= 

• বাড়ি ভাড়া: ১,০০০/=

• চিকিৎসা ভাতা: ৫০০/=

সর্বোমোট: ২৩,৫০০/=✅


🗣️১০ বছর পরে অ্যাসিসটেন্ট প্রফেসর হলে 

• মূল বেতন ৩৫,০০০/=  

• বাড়িভাড়া ১০০০/=

• চিকিৎসা ভাতা ৫০০/= 

 সর্বমোট ৩৬,৫০০/=✅


🗣️প্রিন্সিপাল হলে 

• বেতন ৫০,০০০/= 

• বাড়িভাড়াঃ:১,০০০/= 

• চিকিৎসা ভাতা: ৫০০/=

 সর্বমোট: ৫১,৫০০/= ✅


Ⓜ️২. সহকারী শিক্ষক: স্কুল (এগারো গ্রেড)


• মূল বেতন: ১২,৫০০/

• বাড়ি ভাড়া: ১,০০০/

• চিকিৎসা ভাতা: ৫০০/

 সর্বমোট: ১৪,০০০/✅


🗣️যদি বিএড ডিগ্রি থাকে তাহলে  দশম গ্রেড হবে তার, তখন বেতন হবে - 

• মূল বেতন ১৬,০০০/=

• বাড়ি ভাড়া: ১,০০০/=

• চিকিৎসা ভাতা: ৫০০/=

সর্বমোট: ১৭,৫০০/=✅


🗣️নোট:শুরুর দিকে বিএড করার জন্য ৫ বছর সময় দেয়।এবং ১০ বছর দশম গ্রেডে চাকুরি করার পর সিনিয়র শিক্ষকে উন্নিত হবেন (নবম গ্রেডে)


Ⓜ️৩. জুনিয়র শিক্ষক:স্কুল-২ (ষোলো গ্রেড)


• মূল বেতন: ৯,৩০০/

• বাড়ি ভাড়া: ১,০০০/

• চিকিৎসা ভাতা: ৫০০/

 সর্বমোট: ১০,৮০০/✅


♐ উপরের ৩ ক্যাটেগরির সকলেই প্রতি বছর তার ব্যাসিক বেতনের ২৫% করে ২ টা উৎসব ভাতা পাবেন।


♐ মূল/বেসিক বেতনের ২০% বৈশাখি ভাতা পাবেন বছরে একবার।


♐ দ্রব্যমূল্যের উর্ধ্বগতির জন্য জুলাই মাসে বেসিকের ৫% একটা ভাতা দেয়া হয়।


♐এছাড়া কিছু স্কুল-কলেজ (সংখ্যাটা খুবই সামান্য) ছাত্র-ছাত্রীদের থেকে বাৎসরিক যে বেতন+ফিস নেয় তা খরচ করার পরেও যদি স্কুল/কলেজ ফান্ডে টাকা বেচে যায় তা শিক্ষকদের মধ্যে ভাগ করে দেন।


♐ উপরের ৩ ক্যাটেগরির সকলেই প্রতি বছর তার ব্যাসিক বেতনের ৫% ইনক্রিমেন্ট পান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ