আজহারের মুক্তিতে শুকরানা
রমজান আলী, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলামের আপিল বিভাগ থেকে খালাস পাওয়ার পর জামালপুরের মাদারগঞ্জে আয়োজিত হয়েছে এক শুকরানা মাহফিল।
বুধবার (২৮ মে ২০২৫) বিকেল ৫টায় মাদারগঞ্জ উপজেলা জামায়াত কার্যালয়ে এ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাওলানা নূরুল আমিন, আমির, মাদারগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাওলানা ফরহাদ হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি; মাওলানা জাকারিয়া আলম, আমির, চরপাকেরদহ ইউনিয়ন জামায়াত; আতিকুর রহমান সেলিম, আমির, মাদারগঞ্জ পৌর জামায়াত; শরিফুল ইসলাম, সেক্রেটারি, পৌর জামায়াত; ইসলামি ছাত্রশিবিরের উপজেলা সভাপতি রমজান আলী; কর্মপরিষদ সদস্য শাহীন আক্তার খান পিটার খান ও আব্দুল আজিজ জামালী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “এটিএম আজহারুল ইসলামের মুক্তি সত্য ও ন্যায়ের বিজয়। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, যিনি ন্যায়বিচার প্রতিষ্ঠা করেছেন। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও সত্যের জয় অব্যাহত থাকবে।”
দোয়া পরিচালনা করেন শ্রমিক কল্যাণ ফেডারেশন মাদারগঞ্জ শাখার সভাপতি শেখ সাদিউর রহমান। মাহফিলে উপজেলা জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মাহফিল শেষে বিশেষ মোনাজাত ও মিষ্টি বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
0 মন্তব্যসমূহ