ইসলামপুরে ভারতীয় মদ উদ্ধার
জাবির আহম্মেদ জিহাদ, জামালপুর প্রতিনিধি:
জামালপুরের ইসলামপুর পৌরসভায় বিশেষ অভিযানে ভারতীয় মদসহ দুইজনকে গ্রেফতার করেছে ইসলামপুর থানা পুলিশ। বুধবার (২৯ মে) ইসলামপুর পৌরসভার মার্কাজ মসজিদ এলাকা থেকে এ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় মদসহ দুইজনকে আটক করে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে ইসলামপুর থানার একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, "ভারত থেকে প্রয়োজনীয় পণ্য আমদানিতে সীমাবদ্ধতা থাকলেও মাদক চোরাচালান থেমে নেই। এটা অত্যন্ত দুঃখজনক। আমরা তেল রফতানি করে মদ আমদানি করছি—এটা জাতি হিসেবে আমাদের জন্য লজ্জাজনক।"
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফ উদ্দিন বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং জিরো টলারেন্স নীতিতে আমরা কাজ করে যাবো।”
স্থানীয়রা এ ধরনের কার্যক্রমে পুলিশের ভূমিকাকে সাধুবাদ জানিয়ে মাদকবিরোধী অভিযানে আরও কঠোর হওয়ার আহ্বান জানান।
0 মন্তব্যসমূহ