সারাদেশ

 সরকারি শেড দখলের অভিযোগে যুবদলের ৩ নেতা আটক


রমজান আলী, মাদারগঞ্জ (জামালপুর)  প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জোনাইল বাজারে সরকারি শেড ঘর দখলের অভিযোগে যুবদলের তিন নেতাকে আটক করেছে সেনাবাহিনী। সোমবার (২ জুন) দুপুরে তাদের আটক করা হলেও বিষয়টি রাতে প্রকাশ্যে আসে। পরে আটককৃতদের মাদারগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়।


আটকৃতরা হলেন—মাদারগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. হেলাল উদ্দিন, সদস্য মো. শফিকুল ইসলাম ও যুবদল কর্মী সোহাগ মিয়া।


জানা গেছে, সরকারের ওএমএস (খোলাবাজারে চাল বিক্রি) কর্মসূচির ডিলারশিপ পেতে হলে নির্ধারিত গোডাউন ও বৈধ ভাড়ার চুক্তিপত্র থাকা বাধ্যতামূলক। কিন্তু ওই তিন যুবদল নেতা নিয়ম না মেনে জোনাইল বাজারের একটি সরকারি শেড ঘর দখল করে ওএমএস ডিলার পয়েন্ট হিসেবে ব্যবহার করতে চাইছিলেন বলে অভিযোগ উঠেছে।


এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ী নাজমুল হাসান লিখিত অভিযোগ দায়ের করলে সেনাবাহিনীর একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে।


ব্যবসায়ী নাজমুল হাসান বলেন, “সরকারি শেড ঘরটি আমি ও আমার ভাই দীর্ঘদিন ধরে ব্যবসার জন্য ব্যবহার করে আসছি। কিন্তু সম্প্রতি ওই ঘরটি জোরপূর্বক দখল করে তারা ডিলার পয়েন্ট চালু করতে চায়। বাধ্য হয়ে আমি সেনাবাহিনীর কাছে অভিযোগ করি।”


মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন জানান, “আটকৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।”


এ বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির সভাপতি ও আইনজীবী মঞ্জুর কাদের বাবুল খান বলেন, “আমরা উপজেলা যুবদলের নেতাকর্মীদের মাধ্যমে বিষয়টি জেনেছি। বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ