অবহেলায় মায়ের মৃত্যু, নবজাতক বাঁচলো
সোহেল মাহমুদ (জামালপুর) প্রতিনিধি:
জামালপুর সদর উপজেলার দিগপাইত এলাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসায় অবহেলার অভিযোগে রিতু (২২) নামের এক প্রসূতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। নবজাতক কন্যাসন্তান সুস্থ থাকলেও, চিরতরে বিদায় নিয়েছেন মা।
ঘটনাটি ঘটেছে সোমবার সকালে দিগপাইতের দুবাই হসপিটালে। পরিবার ও স্থানীয়দের অভিযোগ, প্রসবের পর শারীরিক অবস্থার অবনতি হলেও হাসপাতালে কোনো চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী ছিলেন না।
নিহতের ভাই লাবলু মণ্ডল বলেন, “সারারাত যন্ত্রণায় ছটফট করেছে আমার বোন, কেউ ছিল না পাশে। সকালবেলা একজন কর্মচারী এসে মৃত্যুর খবর জানিয়ে পালিয়ে যায়।”
রবিবার বিকেলে রিতুকে হাসপাতালে ভর্তি করা হয় এবং সন্ধ্যায় সফলভাবে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি কন্যাসন্তানের জন্ম হয়। প্রথমে মা ও সন্তান উভয়েই সুস্থ ছিলেন বলে জানায় কর্তৃপক্ষ।
তবে রাতে হঠাৎ রিতুর শারীরিক অবস্থার অবনতি ঘটে—খিঁচুনি, শ্বাসকষ্টসহ নানা জটিলতা দেখা দেয়। অভিযোগ রয়েছে, এমন সংকটেও হাসপাতালে কোনো ডাক্তার বা নার্স উপস্থিত ছিলেন না।
রিতুর মৃত্যুতে বিক্ষুব্ধ এলাকাবাসী হাসপাতাল ঘেরাও করে এবং একপর্যায়ে তালা ঝুলিয়ে দেয়। খবর পেয়ে নারায়ণপুর তদন্ত কেন্দ্রের ওসি আ স ম আতিকুল রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
তিনি জানান, “লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পরিবারের লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে, হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। নিহতের পরিবার বলছে, “আমরা বিচার চাই। অবহেলায় একটি মা মারা গেছে—এটা মেনে নেওয়া যায় না।”
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই দুবাই হসপিটালে রাতের বেলায় চিকিৎসক ও নার্সদের অনুপস্থিতি দেখা যায়, কিন্তু কর্তৃপক্ষ কখনো কার্যকর ব্যবস্থা নেয়নি।
0 মন্তব্যসমূহ