চাঁদাবাজির অভিযোগে ইসলামপুরে মানববন্ধন ও বিক্ষোভ

 চাঁদাবাজির অভিযোগে ইসলামপুরে মানববন্ধন ও বিক্ষোভ



জেলা প্রতিনিধি, জামালপুর: সোহেল মাহমুদ


জামালপুরের ইসলামপুরে চাঁদাবাজি ও সামাজি

ক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের অভিযোগে অভিযুক্ত মনিরুজ্জামান ওরফে ‘আলম চোর’-এর দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (২৬ মে) দুপুরে ইসলামপুর নিত্যবাজারে স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিদের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ইসলামপুর বাজারের ব্যবসায়ী, রাজনৈতিক নেতা ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।


মানববন্ধনে বক্তাদের ক্ষোভ

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মনিরুজ্জামান দীর্ঘদিন ধরে ব্যবসায়ীদের নিকট চাঁদা দাবি করে আসছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালিয়ে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে।


এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ মোহাম্মদ আবির আহম্মেদ বিপুল, ইসলামপুর বাজার বণিক সমিতির সভাপতি আওয়াল খান লোহানী, সাধারণ সম্পাদক ইব্রাহীম সরকার, যুগ্ম সম্পাদক বাবলু মণ্ডল, ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান, সাবেক সভাপতি ফিরোজ খান লোহানী এবং গার্মেন্টস ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সবুজ খন্দকারসহ অনেকে।


বক্তারা মনিরুজ্জামানকে ইসলামপুরে অবাঞ্ছিত ঘোষণা করে অবিলম্বে তার গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


বিক্ষোভ মিছিল ও লিখিত অভিযোগপত্র

মানববন্ধন শেষে ব্যবসায়ীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ইসলামপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানা চত্বরে গিয়ে শেষ হয়। পরে তারা ইসলামপুর থানার অফিসার ইনচার্জের (ওসি) কাছে একটি লিখিত অভিযোগপত্র জমা দেন।


উল্লেখ্য, অভিযুক্ত মনিরুজ্জামান ওরফে ‘আলম চোর’-এর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম, চাঁদাবাজি ও হুমকি-ধমকির অভিযোগ থাকলেও, তার বিরুদ্ধে প্রশাসনিক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ