জামালপুর-১ অনুসন্ধান কূপ পরিদর্শনে জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান
জামালপুর প্রতিনিধি, সোহেল মাহমুদ:
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তারতাপাড়া এলাকায় অবস্থিত জামালপুর-১ অনুসন্ধান কূপ খনন কার্যক্রম পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
শুক্রবার (তারিখ উল্লেখযোগ্য) জুমার নামাজের পর বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)-এর আয়োজনে এই পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, “দেশের বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের চাহিদা পূরণে আমরা বর্তমানে এলএনজি আমদানি করছি। তবে এই আমদানি নির্ভরতা মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে অনিশ্চিত। তাই নিজস্ব গ্যাসক্ষেত্র থেকে উৎপাদন বৃদ্ধিতে বাপেক্সকে কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “অন্তবর্তীকালীন সরকার গঠনের পর থেকেই বাপেক্সের মাধ্যমে কূপ খননের কাজের গতি আনা হয়েছে। আগে যে সমালোচনা ছিল—বাপেক্সের সক্ষমতা কাজে লাগানো হচ্ছে না—তা এখন আর নেই। খননকাজের বাস্তব অগ্রগতি হয়েছে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোঃ সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ ফজলুল হক।
বাপেক্সের উপ-ব্যবস্থাপক ড. মোঃ আশিক হোসেন প্রজেক্টরের মাধ্যমে অনুসন্ধান কূপ খনন সম্পর্কিত তথ্য উপস্থাপন করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন পেট্রোবাংলার চেয়ারম্যান মোঃ রেজানুর রহমান, জামালপুরের জেলা প্রশাসক হাছিনা বেগম, জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার ছাইদুর রহমান সাঈদ, মাদারগঞ্জের এসিল্যান্ড সায়েদা খানম লিজা, বাপেক্সের বিভিন্ন কর্মকর্তা, প্রকৌশলী, গণমাধ্যমকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তব্যে উপদেষ্টা বলেন, “দুর্নীতিই বিনিয়োগে বড় বাধা। আপনি যত বিনিয়োগই করুন, যদি সুশাসন না থাকে, তাহলে কাঙ্ক্ষিত ফল মিলবে না। বাপেক্সের ব্যয়ে সাশ্রয়ী হতে হবে, তাহলেই সফলতা আসবে।”
সরকারের নিজস্ব উদ্যোগে পরিচালিত এই অনুসন্ধান প্রকল্পকে ঘিরে স্থানীয়ভাবে ব্যাপক আশাবাদ তৈরি হয়েছে। খননকাজ সফল হলে কূপটি থেকে দৈনিক গড়ে ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের সম্ভাবনা রয়েছে বলে পূর্বে জানানো হয়েছিল।
0 মন্তব্যসমূহ